কবিতা - আরিফুল হক কুমার


ফিরে যাবার কথাছিল 

 

যাওয়া হয়নি আর--
আসার সময় ফেরার গন্তব্য
ঠিক নাকরেই বেরিয়ে এসেছিলাম। 
তখন চকচকে রোদ্দুরের ইশারা -
তখন রাত মানেই জোসনার 
রেশমী রূমাল, নকশীকাঁথার মতো 
কতযে গল্পবেলা। আপনা মুগ্ধ হৃদি বৃন্দাবনে একা লীলাময় -- 
ষোড়শ গোপন কুঞ্জ বিহার। 


কথার পিঠে অজস্র প্রণয় প্রতিধ্বনি 
গুনগুনিয়ে গান হয়ে বেজে যায়
জলাঙ্গীর তীরে বসেই ভাসিয়ে 
দিয়েছি সপ্তডিঙ্গা 
ফিরে যাবার কথা ছিল বটে
কিন্তু কে আর ফিরে যায় পথ ছেড়ে
মধ্যপথে -- মধু আর নুন মাখা রুটির
হার্দ্য অভ্যর্থনা উপেক্ষার বতাসে বিলিয়ে দিয়ে! 


চারপাশ ঘিরে সবুজের ঐক্যতান
মানুষের মুখে মুখে স্বপ্ন সন্ধানী 
রূপশ্রী কথার কলাপ -- বিমুগ্ধ পথিক
পায়ে পায়ে চলে এসেছি বহুদূর 
এখানেও শস্যক্ষেত জীবনের আশ্চর্য
কেতন! 


পথ বলছে থাকো 
চরণ লগ্ন এই ধুলার সংসারে 
লিখে যাও মহাকালের গূঢ় কাব্য কথা! কিছু ঝরাফুল কিছু কুঁড়ির 
কাহিনী তোমাকে চিনিয়ে পথ 
নিয়ে যাবে দূরে -- পথের ওপারে!

Comments