কবিতা - সোমা গুপ্ত



বাঁচার আর্তনাদ


বিজ্ঞজনের  মধ্যে বাস
হচ্ছে আমার রুদ্ধশ্বাস। 
মন খারাপের সাথে  বসবাস
ভাল নেই, আমি ভাল নেই।
মন খোঁজে ছোটবেলা, যেথা হুলোড়ের মেলা।
এ কেমন ঘর, এ কেমন বাস!
যেথায়  মুঠোফোন হাতে মানুষের বাস।
এস না একটু গল্প করি, বসো না একটু আমার পাশে।
বসে না কেউ আমার পাশে, করেনা গল্প কেউ আমার সাথে।
কত বিজ্ঞজনের সাথে আমার বসবাস।
জানো কত কথা বলতে চাই, কত গল্প শুনতে চাই।
বলো না একটু কথা আমার সাথে আমার মত করে।
অগ্নিদৃষ্টি ধেয়ে আসে আমার দিকে,
ফিরে যাই আমি মাথা নত করে মন খারাপের দেশে।
ভাল থাকার চেষ্টা করি আমি আমার মত করে।
তবু্ও বড্ড একা বিজ্ঞজনের মাঝে।

Comments

Post a Comment