গুচ্ছ কবিতা - নবনীতা



ঝড়



তোমার চোখে যে বিষাদের ঢেউ 
তার আর এক নাম 
ঝড় হতেই পারে
হতে পারে তা নিদারুণ কোনো 
আক্ষেপের প্রতিচ্ছবি 
ঘর আর রাস্তা সমার্থক হলে 
মানুষ বোহেমিয়ান হয় 


আর তুমি আদ্যন্ত সংসারী হয়ে ওঠ
ঝড় সামলানোর কৌশল রপ্ত করে 



ঘুম 


মধ্য রাতে সঙ্গী হয় ঘড়ির কাঁটা
জানলার ওপারে ঘুমিয়ে থাকে
একফালি মফঃস্বল
চাঁদের আবছা আলোর নীচে
দাপট দেখায় কৃত্রিম নিয়ন বাতি 
রাত পাখিদের অস্থিরতা দেখে দেখে
ইদানীং কাটে রাত-প্রহর 


জানি একদিন ঘুমে চোখ ভারী হয়ে আসবে 
কিন্তু সেদিনও তুমি আসবে না  ৷



শীত 


আগুন মেখে মেখে একদিন 
ফুরিয়ে যাব ছাইয়ের ভেতর
আর ফেরা হবে না আমার 


তিস্তার জলে পরিযায়ী পাখির ভিড়ে
হারিয়ে যাব একদিন ঐভাবেই
ফেরা হবে না আর 

শীত এলে শুধু মনে হয় 
মরে যাই ...
মনে হয়
শুধু তোমার শরীরের উষ্ণতার অপেক্ষায়
এ জন্মে আমার আর ফিনিক্স হওয়া হল না ৷

Comments