কবিতা - অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য



খেজুর গুড়

 

বেশ কিছুদিন নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে 
আমি সব মানুষদের ভুলে যাচ্ছি ,মনে থাকছে 
শুধু কিছু বকা ,রাগ আর খেজুর গুড়ের গন্ধ
আমাদের বাড়িতে আর আসবি না কখনো 
কে বলেছিল ?যারা বলেছিল তারা নিশ্চিত 
গরম ধোঁয়া ওঠা সিদ্ধ পিঠে দিয়ে খেজুর গুড় খায় না 
যাদের জন্য আমাদের শখের নারকেল গাছ কাটতে হল 
তারাও মনে হয় মায়ের হাতে সাজের পিঠে খায়নি কখনও 
নইলে খেজুর গুড়ের নরম মায়াময় গন্ধ তাদের কেন ভুলতে দিল  !
আমি তো জানতাম প্রতিটা মানুষ একটা খেজুর গাছ
শুধু শীতকাল নয় জীবন কাল ধরে খেজুর গুড় বিলিয়ে যায় 
আমার মতো ভুলোমনা অগোছালো জীবন যাদের 
তারা সেই খেজুর গুড়ের গন্ধে মানুষ চিনে ফেলে।

Comments