গুচ্ছ কবিতা - জয়দৃতা সরকার



অভিজ্ঞান



এক আকাশ নীলের নীচে
জল খানিক কালচে দেখায়। 
রোজ রাতে দুষ্মন্ত ডাক পাঠায়;
আমি ক্লান্ত মাঝির কাছে যাই, 
মাঝি ফেরায় না। 
শুধু, চোখ কচলায় আর 
জিজ্ঞেস করে, 
'তু ক্যানে যাস রোজ? উ কিন্তু 
তুয়াক ঘর লিবেক লাই'।



রাতে দুষ্মন্তের কাঁধে
জমাট বাঁধে গল্প
রাজপাট, দুর্বাসার অভিশাপ থেকে
অশ্বমেধের ঘোড়া মিলিয়ে যায় ধুলোয়... 
বিবসনা একাকিনীর
আরো একফোঁটা চোখের জল
জমা হয় পরাণের গহীন ভিতর। 



জোয়ারে ভেসে আসা আঙটি
রোজ ভাসান দিয়ে
ফেরার পথ ধরি। 
মাঝি গান ধরে, ভাঙনের গান। 
আমি বলি, 
'প্রেমের গান করো না কেন মাঝি? '
মাঝি বলে, 
'ঘর জইল্যে কি আর পিরিতের গান আইসে? '

Comments