কবিতা - জাকির আহমদ



আমি মাটি হয়ে যাই


মন উদাস হলে তোমার কাছে যাই
তুমি ফিরিয়ে দাও
নদীর কাছে যাই, নদীও ফিরিয়ে দেয়
ফুলের কাছে মৌমাছিরা যেতে দেয়নি বলে ফিরে আসা
আকাশের কাছে যাবো বলে পাখির সহায়তা চেয়েও বিফল
আমার আকাশ ছোঁয়া হয়ে ওঠে না
ফিরে আসি তোমার কাছে
তুমি আবারো ফিরিয়ে দাও...


আর কারো কাছে যাওয়ার নেই আমার
আমি ফিরে যাই মাটির কাছে
আমি মিশে যাই মাটির সাথে
আমি মাটি হয়ে যাই...

Comments

  1. উপলদ্ধিময় একটি লেখা

    ReplyDelete

Post a Comment