কবিতা - অঞ্জনা মুখার্জি (ভট্টাচার্য্য)


একটু ঘুমোতে চাই

 

 আজ সারা দিন অবিশ্রান্ত হেঁটেছি আমি
 তের নম্বর লাইনের বুধনি ওঁরাও এর সাথে 
 কাঠ কুড়িয়েছি ।
 আর ওর মুখের প্রতিটি বলি রেখার খাঁজে 
 কোটরা গত চোখের ভেতরে আমি 
 পড়েছি জীবনের পাঠ ।
 হাঁড়িয়া মদে মাতাল হয়েছি ,
 টালমাটাল পায়ে ,
 নেশা ঘোর সবুজ বনের ঠোঁটে
 ঠোঁট রেখেছি আমি ।
 কুচি ডায়নার সুঠৌল
 বুকে মাথা রেখে বলেছি
 ভালোবাসি ।
ওর  সিঞ্চিত জলে ভিজিয়েছি
শরীরের প্রতিটি অণু পরমাণু ।
 মোরগ লড়াইয়ের মাঠে ধর্ষিতা 
আদিবাসী মেয়েটির গা ছুঁয়ে বলেছি 
              মা ...
 বন্ধ চা বাগানের প্রতিটি শ্রমিকের
 স্লোগানে গলা মিলিয়েছি আমি
 বাঁচার অধিকার দাও আমাদের 
আমরাও বাঁচতে চাই ।
 সারাদিন অবিশ্রান্ত হেঁটেছি আমি ।
 সূর্যাস্তের অভিমানী পথের
 ক্লান্ত ধুলোর গন্ধ মেখেছি আমি ।
 এখন ঘুমোতে চাই 
একটু ঘুমাতে চাই...।

Comments