কবিতা - ঋতুরাজ


অন্য পুজো 


খালি গা, নাকে সিকনি, ঢলঢলে ছেঁড়া হাফ প্যান্ট -
দূর থেকে ভয়ে ভয়ে ঠাকুর দেখছে 
ফুটপাথের প্লাস্টিকে মোড়া,
                 বর্ষায় জলে ভেজা ঘরের ছোট্ট ছেলেটা।
এটা ওদেরও পুজো।


কাজের বাড়িতে মুখ ঝামটা খেয়ে 
মা গেছে ভোগের লাইনে খিচুড়ি আনতে;
একশ দিনের কাজের স্বপ্ন দেখতে দেখতে 
চোলাই খেয়ে ড্রেনের ধারে বাবা পড়ে আছে 
                                                 ন্যাতার মত।
মিড ডে মিলের জন্য স্কুলে ভর্তি হতে আরো কটা দিন!
এটাই আসলে আমাদের পৃথিবী!


উন্নয়নের আঁচ এদের স্পর্শ করতে পারেনি, অথবা 
                                               স্পর্শ করতে চায়নি। 
এস, ওদের কোলে নিয়ে ছবি তুলি,
হাততালি পাই, তারপর  
                       পোশাকটা বদলে ফেলি।

Comments

Post a Comment