কবিতা - বিকাশ চক্রবর্তী


আবার জেগে উঠি


মেঘে ঢেকে যাওয়া পূর্ণিমার চাঁদের মতো
অদৃশ্য অলীক কথামালা-
আপন নির্জনে ঝরঝরে হালকা দুঃখের
                                               তিতল স্তর
বিষণ্ণতার আস্তরণে ভুলে যাওয়া
                             সহজ আহবনীয় মন
প্রতিটি ধুলোকনায় জমতে থাকা শীতল অভিমান
ছড়িয়ে পড়ছে পথে প্রান্তরে...


মায়াজাল ছন্দের অতীন্দ্রিয় গোচরে
স্বল্প আলোয় আবার জেগে উঠি!

Comments

Post a Comment