কবিতা - নিলয় রফিক


দীপের জিকির

(কবি ওবায়েদ আকাশ শ্রদ্ধাভাজনেষু)


সৃষ্টির অতলে ডুবে ফুলগুলো হাওয়ায় দোলে
সুন্দর নজরে পড়ে ভিন্নরূপ সুরভি-বাগান
শব্দের বোটসেলাই কারুকাজ নিপুণ শরীর
কালের উঠোনে ঝড়,নতুনত্বে নির্জীব সড়ক।


নব্বই-মিছিলে ঢেউ,অনেকেই অদৃশ্য গুহায়
আগুন-পাথরে হেঁটে পাতাগুলো আলো
নিষ্ঠুর করাতকলে কারিগরি শিল্পের সন্ধান
শালুকের পৃষ্ঠাজুড়ে ঝাউপাতার বিশুদ্ধ নাচন।


সুবর্ণ পাহাড়দ্বীপ,কাঠালের সুগন্ধে মাতাল
জন্মতিথির আয়োজন তারাদের বহু গুপ্তকথা
সৃজনে আমলনামা,একঝাঁক বিদগ্ধ পাঠক
গোলাপ ফোটার দৃশ্য,চারিদিকে দীপের জিকির।

Comments