গুচ্ছ কবিতা - বাবলি সূত্রধর সাহা



উল্কা 

 
যে রাতে উল্কা পড়েছিল 
সে রাতে বকুল ফোটেনি হয়তো 
অথবা আঁধারের অংশগুলো 
আরও জমাট হয়েছিল। 




 শঙ্খচূড় 


একরাতে অসম প্রেমিক বলেছিল 
বনজ্যোৎস্নায় শঙ্খচূড় হবে!  
আর তীব্র নীল বিষে 
গোটা পৃথিবীটা বিষময় হয়ে উঠবে। 




ঋতুমতি

 
যে রাতে মেঘ থেকে আগুন ঝরেছিল, 
তখন চাঁদ ঋতুমতী হয়নি 
কিংবা আলোর দেহকোষ থেকে জন্মেছিল 
সহস্র মুলাধার চক্র

Comments