কবিতা - আজিজুল হক


কাস্তেটায় শান দিও

          

ধর, তোমায় সব ইচ্ছে গুলো আমি ফিরিয়ে দিলাম,
তুমি তা দিয়ে ঝিনুক বানিয়ো,
কেন না,ওতে মুক্ত থাকে!
ধর,তোমার সব দুঃখ গুলো আমি নিয়ে নিলাম,
ভারী একটা বস্থায় ভরে নীলনদের জলে ভাসিয়ে দিলাম,
তুমি তাতে মিশর বানিয়ে নিও..
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানে তুতেনখামেনের হাতে হাত রেখে ঈশ্বর কে ফাঁসিতে ঝুলিয়ে দিও!
ধর, তোমার সব ইচ্ছে গুলো হাওয়ায় ভেসে গেলো !
কেঁদো না প্রিয়,অক্সিজেন টা বড্ড প্রয়োজন,
মাঝে মাঝে শ্বাস নিও!
ধর, ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমিরা ফিরে এলো,
রূপকথায় ফু দিয়ে দুর্নীতি গুলো
দুর্গতিনাশিনী কে উপহার দিল!
স্বর্গ টা দখল নিল হূদুর দুর্গা!
বেচারা ইন্দ্র মহেশ্বরের দ্বারস্থ !
তিনি তাকে তোমার সব ইচ্ছে গুলো উপহার দিলেন...
ইন্দ্র শুধু অবসাদ খুঁজে পেলো!
তোমার নীলনদ আমার তিস্তা - তোর্সা 
সব ইচ্ছে গুলো কে গুলিয়ে ইন্দ্র কে উপহার দিলাম,
হুদুড় দুর্গা ইন্দ্র কে বর দিল..
শুরু হল ধর্না.....
ভালোবাসা গুলো আজ অবস্থানে পথে..
চলো,তোমার আমার সব ইচ্ছে গুলো ওদের দিয়ে আসি...
ওরা কাস্তে টা তে শান দিক!
প্রেম আবার ফিরবে ঝুলন্ত উদ্যানে!

Comments

  1. অসাধারণ কথামালা

    ReplyDelete

Post a Comment