কবিতা - তাপসী লাহা



ক্লোরোফিল


একবার শীত এলেই পাল্টে যায় পৃথিবী 

ঝিমুনি লাগা রোদ, ঘুম পায় বড়ো। 
হাসির ছররা... টিউশন  পড়তে যাও‌য়া  ছেলেমেয়েরা...

নতুন সকালের সুবাসে.. খানিক  ভিনদেশী কাবুলিওয়ালা...

ধার নিতে চায় মন।

চিন্তনে বিবেকানন্দের প্রিয় গান ..'মন চলো নিজ  নিকেতনে'।

কৌটা খুলে আখরোট পুরি মুখে,
 রেওয়াজের মত সঙ্গত দেয়   কাঁচের সাদামাঠা পেয়ালা
প্রাতরাশ শেষ হয়, ঋণ বাড়তে থাকে
ইচ্ছে  করে  দুবেলা ভালোমন্দ খাই
ফ্রিজে বাসি পালক, ব্যাগ কানাকড়িহীন

 সকালের রোদ পারমিশন  ছাড়া ছুয়ে  গেল  আমাকে

ছুটে যাই হাঁক পাড়তে সেই  কাবুলবাসীকে।

Comments