কবিতা - অজিত অধিকারী


অপচয়


অপচয় বুঝি না আমি,কতটা পথ জড়িয়ে গেছি তুমি জান না
যেন আঙুল অতিক্রম  করে বুকের কাছে কান রেখেছি
শতাব্দী  প্রাচীন  কোনো আবেগে তোমাকে বৃষ্টির  ব্যাকরণ বলছি
এই হন্য জীবন থেকে পালিয়ে  কোথাও ভেসে নিয়ে যাচ্ছো হয়তো তুমি
ওদিকে কোন বৃহৎ উপন্যাসের প্রাক কথন লিখে 
যাচ্ছে হৃদয়
আধশোয়া বুকে আবছায়া যেন তোমাকে পাই,মন ও মননে
একদিন  অ্যান্ড্রোয়েড ফেলে অমলতাসের নিচে 
বসে একটি বৃত্ত  আঁকবো 
একদিন টোটো চেপে বাংলার গ্রাম  পরিক্রমা করবো
আর তোমার  পায়ের আলতা দিয়ে আঁকবো
ভ অক্ষরের আল্পনা, 
তখন পথে পথে ,পাতায় পাতায় পথিক খুঁজে পাবে কবিতা
একদিন তোমার  বুকে 
চুম্বনের যাবতীয় ক্ষত এঁকে পাখির  পালকে ঢেকে রাখবো লাজুক তোমার  চোখ
তুমি তাকে অপচয় ভেবো না,পরাজয় ভেবো না

Comments