কবিতা - রুমি নাহা মজুমদার



অথঃজলকথা 


জলের মতো এঁকেবেঁকে 
চলা বেলা জীবন 
একদা  খরিদ নামা মেশিন সেলাই 
পায়ের তালে 
ঘুঙুর বিলাসিতা স্বপ্ন ছোঁয়
আবছায়া পথ 
এখানে-ওখানে জাগা পাথর যত
 উপচে পড়াও 
দানে মানে চরৈবেতি-
 দিনে দিনে নদী যৌবন 
বর্ষায় ফেরে ।
হৃদয়ছোঁয়া সিঁদুরে
 বর্ষা  ঘুঙ্গুর হয় ।
আলতা পায়ের স্লথ --
চোখেমুখে সোহাগ ফেরে
 জলের মতো
 চলে যায় সে  দূরে।

Comments