কবিতা - গীর্বাণী চক্রবর্তী


না থাকা জুড়ে 

 

জ্যোৎস্না থইথই উঠোনে স্বপ্নেরা 
নেমে আসে।চাঁদমাখা দু'চোখে
কাশফুলের মাদকতা জাগে। এইসময়
তিস্তানদী গান গায়। তোমারই অপেক্ষায়
হাজার বছর ধরে পথ চাওয়া—তবুও অপেক্ষা 
শেষে থেকে যায় একরাশ স্তব্ধতা। শেষ না হওয়া 
কথারা তো কবেই ফুরিয়ে গেছে।ভালো থাকা না
থাকার দ্বন্দ্বের পথ শেষে দেখি তোমার উঠোনে 
ফুটে আছে সন্ধ্যামালতী। আকাশগঙ্গা ছায়াপথ ধরে
ঘুরেঘুরে আসা মায়াকুহকের আবর্তে হারিয়ে যেতে যেতে 
দেখি তোমার হাতে কেঁপে যায় তারার প্রদীপ।

Comments