কবিতা - তৃষ্ণা বসাক


আমাকে কিনবে যদি

 

আমাকে কিনবে যদি,
এসো তবে, জানু পেতে বোসো,
এই নাও বাম পা, জড়ুল, লক্ষ্মীমন্ত মেয়ে,
এই নাও সারারাত সারারাত, ছ খানি ক্যাম্পজ,
খলখল হাসে মেয়ে, ব্যথা তার ধ্নুকের ছিলা,
ব্যথা তার তর্পণ, এই নাও পিতাপোড়া ছাই,
পৃথিবীর শ্রেষ্ঠ হাসি, ‘তুই কোথা থেকে এলি বল?’
 

জননীও জানত না কোথা থেকে এসেছি হঠাৎ,
পিতা শেষ বলেছিল ‘বড় ক্ষতি করে যাচ্ছি মেয়েটার’
আমাকে কিনবে যদি তবে সেই ক্ষতিরাশি নাও,
জেনে এসো কোথা থেকে এসেছে এ মেয়ে,
নাও এই অনিকেত রক্ত পুঁজ, অসহ্য গুমোর,
তারপরও দম থাকলে, এসো এসো আমাকেও কেনো!

Comments