কবিতা - সুজয় নিয়োগী


লকার ও সুখস্মৃতি 


কোন সম্পর্ক ইতিহাস হওয়ার আগেই
একসাথে কাটানো মধুর মূহুর্তগুলো
লকারে রেখে দিই।

জানি,সম্পর্কে শীতলতা নেমে এলে,
শব্দযুদ্ধ  আর কাদা ছোঁড়াছুড়ির মাঝে
সুখস্মৃতিগুলো খুঁজে পাওয়াই 
দুষ্কর হয়ে উঠবে।

লকারের ওই সুখস্মৃতিগুলোই বলে দেবে
ফেলে আসা দিনগুলির কথা।

মন খারাপ হলেই 
লকারের স্মৃতিগুলো নিয়ে চলে যাই
'ডাউকি' নদীর কাছে, 
জলে নৌকা ভাসাই, রোমন্থন করি--
আর জলের নীচের পাথরগুলো 
দেখতে দেখতে ভাবি,
সব সম্পর্কগুলোই যদি 
এই 'ডাউকি'র জলের মতো স্বচ্ছ হতো।।

Comments