কবিতা - তৌফিক জহুর


সিনেমা হল 


মেহেদি রাঙা একজোড়া হাত 
অন্ধকার ঘরে স্বপ্ন ছুঁয়ে থাকে
অগ্রিম টিকেটে অপেক্ষার প্রহর গোণে হৃদয় 
সিনেমা হলে পয়ত্রিশ মিলিমিটার পর্দায়
নাচতে গিয়ে একটুও ব্যথা পায়না এক লায়লা
দর্শকদের তালি বাজে আনন্দে শিহরণে
পপকর্ণের প্যাকেট খালি হয়ে যায় 
কোমল পানীয় তৃষ্ণার আগুনে আত্মার প্রশান্তি আনে
যুগলেরা বসে থাকে নীরব বনভূমি হয়ে
অবুঝ আঙুলে উনুনের আঁচে জলভরা কলস উল্টে 
কাঁঠালচাপার গন্ধে লাফিয়ে ওঠে যুদ্ধের ঘোড়া
আড়াইঘন্টা পর্দা কাঁপে দৃশ্যের জৌলুশে
আড়াইঘন্টা আনন্দে ভাসে বেহুলার পাগল মন 
সূর্যের আলো ইমিগ্রেশন পায়না
অন্ধকারে চাঁদের পাশে জ্বলতে থাকে মোমবাতি 
পেয়ারার পাশে জমা হয় পুঞ্জ পুঞ্জ ঠোঁটের ঘ্রাণ 
নিষেধ মানিনা বলে পাগলের মতো স্পর্শ করি

Comments