কবিতা - পার্থ সারথি চক্রবর্তী


স্বপ্নে বিভোর  

 

শৈশবের গ্রামের স্বপ্নে বিভোর হয়ে উঠি

চেনা জনপদ, সবুজ ধানক্ষেত যার প্রতিটি শিস-
দিয়ে যায় অনাবিল আনন্দের নিমন্ত্রণ 

এক কিশোরকে তন্নতন্ন করে খুঁজতে চাই 
যে মায়াবী নদীতে ডুব দিয়ে তুলে আনে 
বুকভর্তি কবিতা, পাঁজর দিয়ে লেখা 
নদীচরে জাগিয়ে তোলে পাখির বাসা 

তার পায়ের স্পর্শে শস্যময় হয় ফসলের মাঠ 
তির্যক চাউনিতে মেঘের মলিনতা কাটে 

আমি সেই কিশোরের হাতে তুলে দিতে চাই 
কবিতার খুশি,  কলহাসি- 
অপার আলোর সাথে যেখানে চাঁদের মাখামাখি

Comments