কবিতা - অরবিন্দ চক্রবর্তী


আমি ভ্রমণ

 

যাই―সর্বোচ্চ―এখান থেকে ওখানে
বরাবর পর্যন্ত
মৌ যতদূর চাক অব্দি
 

এই বাসাবদল মন করে, পাদ্বয় যোগ দেয়
অতঃপর চাকা কিংবা ঘোড়া অথবা জলপায়রা
 

দফতরে এসেছে চাঁদ―জানলা ভেঙে―ভুলপথ!
 
তুমি তো দেশ―তুমি ইশতেহার―তুমি অন্য দূরবর্তী!
 
বাঁ থেকে ডান―দক্ষিণ হয়ে উত্তর―আকাশ-পাতাল
―যাই―
―ছুটি―
―অবসর―
 

টিফিন শেষ হলে আমাদের নিদ্রার দরকার পড়বে!

Comments