কবিতা - কণিকা দাস


বিলম্বিত লয় 


তোমার ভিতরে এখন প্রাগৈতিহাসিক শূন্যতা
ভালো থাকার অদম্য ইচ্ছায় প্রহর গুনছো!
ঈশ্বর আড়ালে অন্য কথা বলেন...
জীবন ফুটপাতের মোড়ে পড়ে থাকা ডাকবাক্স
অন্তঃসার শূন্য ক্ষীয়মান মাইল ফলক...
আসেনা সেই কাঙ্ক্ষিত ছাড়পত্র 
অপেক্ষার প্রহরগুলি ক্রমশঃ দীর্ঘতর...
ক্রমে ক্রমে ক্ষয়ে যাচ্ছে জাগতিক কাঠামো
মনের বাগানে এখন আর ওড়েনা প্রজাপতি 
সরোবরের স্বচ্ছ জলের রাজহংস এখন ইতিহাস 
অন্তর্দেশের নিরংশু দীপালোকে 
অদৃশ্য যে মুখ তার নাম নিয়তি...
তোমার দুরবস্থার সুযোগ নিয়েছে সে-ও 
সদসৎ ভাবনাকে দূরে সরিয়ে রেখে
আর কতদিন চলবে যমে মানুষের এই সাপলুডো খেলা?
জানোনা তুমি, জানেনা অন্য কেউ, আমিও জানিনা।

Comments