কবিতা - গৌতমকুমার ভাদুড়ি


চাইলে পুড়িয়েও ফেলতে পারেন


গত কয়েক বছর আপনার নৃত্য করে বেড়ানো আমরা দেখেছি
(যদিও ছুটে ছুটে বেড়ানো লিখতে চেয়েছিলাম শুরুতে তবু নৃত্য শব্দটিই রেখে দিলাম।)- আপনার সমস্ত কিছুতেই
নাচের একটা মুদ্রা থাকে। রিওয়াইন্ড করেছেন কোনদিন?
সমস্যা একটা ঘটলেই আপনি গেছেন সেখানে
আপনি ভালোবাসেন সেটা। যে কোনও কঠিন বিষয়ে
কথা বলতে ইচ্ছে করে আপনার। আপনি খুব দৃঢ়তার সঙ্গে
জানিয়ে দেন আসলে কী ঘটেছে, গুণিনদের মত অনেকটা।
তদন্তের সমস্ত বিভাগ তখন অনাবশ্যক বলে মনে হয়
নিজের ডায়েরি খুললেই আপনি পেয়ে যান যাবতীয় কিছু -
সাজিয়ে রাখা সিনেমার স্ক্রিপ্টের মতো, আহা সমস্তই যেন
পরামর্শ করে তারা সৃষ্টি করে গেছে। প্রতিটি আসরে
এত আলো ফেলা হয় আপনার মুখে, আপনি ভুলেই যান
রাত নাকি দিন, যদিও নিশ্চিত করে জানেন নিজেও –
সমস্তই ঘটে চলছে রাতের আড়ালে। আর সেজন্যই আপনাকে
খুব এড়িয়ে চলতে চায় সকলে, সাংকেতিক কথাবার্তা চলে পরস্পর
বিশ্বাস নেই কী অনর্থ ঘটে যাবে আপনার সামনে পড়লে, তাই
নির্বিষ কবিরা যাঁরা নিতান্তই ছাপোষার দলে, তাঁরাও শঙ্কিত থাকে
কখন যে কোন দণ্ড পড়ে এসে ঘাড়ে। তাঁদের ধারণা –
পুড়িয়েও দিতে পারেন অনায়াসে একটি কবিতা, সঙ্গে কবিটিকে।

Comments