কবিতা - দীপ্তি রায়


শেষ-দৃশ্য


কিছু দৃশ্য এভাবেই সাজানো থাক, 
দৃশ্য থেকে দৃশ্যান্তরে,,, 
দর্শক উন্মুখ হোক। 

কিছু শক্তি  সঞ্চয়  থাক
এমন অভিনয় হোক,
বক্ষ খুলে কাঁদতে পারে যেন  দর্শক। 

এইসব ঝড়ের রাত পেরিয়ে, 
একটি  শান্ত ম্লান মাস্তুল-নোয়ানো সন্ধ্যায়
দেখা হোক কুশিলব আর দর্শকের। 
মাঝখানে স্বচ্ছতোয়া একটি  নদী থাক। 

এতকাল মুখোশের আড়ালে, 
মুছে যাওয়া  জ্যোতির্ময়  মুখের পাশে 
একখানা রং  মশাল জ্বালিয়ে রাখতে পারো
দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে। 

দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে রেখে দাও 
নাটকের মতো দেখতে  লাগুক, 
একটা লুপ্ত আকাঙ্খা ডুকরে উঠবে জানি।
মঞ্চের পর্দা নেমে যাওয়ার আগে, 

শেষ দৃশ্যে  অন্তত সত্যিটা বেরিয়ে আসুক।

Comments