কবিতা - অরুণ চক্রবর্তী

 


এখনই বিরতি দরকার


একদিন চলে যাবে সব কান্নার রাত
একদিন মুছে যাবে সব বিরতিচিহ্ন
বিচ্ছিন্ন কুয়াশামাখা স্বপ্নহীন শব্দ নিয়ে খেলছে যে ঢেউ
তার সাথে মিশে আছে হিংসার পোশাক 
বেহিসেবী অংকের প্রশ্নমালা একের পর এক যারা গাঁথছে জানেনা যোগফল কীসের ইঙ্গিত দেবে--
অন্ধকার রাত নিয়ে হাঁটছে সাথে বৈধব্যনেশা
সুরভি জলসায় মাতোয়ারা বিভোর চোখে উজ্বল ঝলকানি গ্রাস করেছে বোধের সব সীমানাচিহ্ন--
ইচ্ছার বর্ণমালা নাচের তালে বেহুশ হয়ে গড়াগড়ি খাচ্ছে লাল নীল অজস্র চোখের সামনে
এরা বোধহয় শোনেনি কোনোদিন ঝড় ব্জ্রপাতের তীব্র ধ্বনি 
জানেনা কোন গাছ কখন বৃন্তচ্যুত হতে পারে
শুধু হাত দুটো ব্জ্রমুষ্টিতে আঘাতে ব্যস্ত শান্ত নীল আকাশে
তবু কেন সন্ধি অর্বাচীন আবহাওয়ার সাথে
সবকিছুরই চূড়ান্ত সীমানা আছে
কান্নারও দীর্ঘ সীমানা আছে
গভীর অমাবস্যার রাতে সেই সীমানা ছাড়িয়ে গেলে চুপিসারে কেউ আর নেবে না খোঁজ

এখনই বিরতি দরকার--নাহলে মহাবিস্ময়ে ধূলিসাৎ হয়ে যাবে সাজানো বাগান যা সাজিয়েছ সৃষ্টির চোখে ধুলো ছড়িয়ে--।

Comments

  1. Our team of experts fastidiously manage your artwork to make sure your printed piece is ideal. Our dedication to your success sets us aside from different high precision machining printing firms. BUSINESS CARDS Communicate Your Brand With custom business cards. POSTCARDS Promote Your Business With personalized postcards.

    ReplyDelete

Post a Comment