কবিতা - চন্দ্রাণী গোস্বামী


এক আলোর গল্প


উন্মাদ বাউল বিকেলের পর
মফস্বলে উড়নচন্ডী সন্ধ্যা নামছে...

এক বোকা নির্বোধ আজ ভীষন সুখী

যে আলো কখনো ম্লান হয় না, 
সেই তাকিয়ে থাকা আলোর শরীর ছুঁয়ে 
অনুবাদহীন অক্ষরে কে যেন তাকে চিঠি দিয়েছে...

ধরে নাও এই মুহূর্তে কেউ, কেউ তার জন্য বিচলিত নয়

তবু, তবু আলোর অক্ষর তাকে ভুলিয়েছে 
ফেলে আসা যাত্রাপথের সকল যন্ত্রণার দাগ।

ইচ্ছে করেই সে হারিয়ে ফেলেছে আজন্মের খিদে, 
কার্নিশে সাজিয়ে রাখা বকবকম, আর 
 সাদা দেওয়ালওলা ঘরের ঠিকানা।

Comments