কবিতা - সঞ্জয় সোম


বর্ষামঙ্গল


চার্দিকে শীত,জাঁকিয়ে বসছে তীব্র শীত

কবি  লেখে, একা লেখে বর্ষামঙ্গল

পাখির কথা আকাশের কথা
জীবন বীমার ডিভিডেন্ট শেয়ার বাজার
উঠে আসে কলমে
অথচ বৃষ্টির কথা না লিখলে কোনও 
লেখাই লেখা নয়

কবি দেখে নদীর স্রোত
ভাবে আমাদের স্বদেশে        বৃষ্টি নামতে
আর কত দেরি !

কবি জানে সে কথা

সব কি জানে কোনও একক কবি?

Comments