কবিতা - দীপান্বিতা রায় সরকার


কোমল গান্ধার


এই যে আমায়, আমার অধিক ছুঁয়ে আছো,
কি করে বোঝাই ভিতরের শুশ্রুষা।
ক্রমশ আসক্ত জ্বরে, 
প্রবল আগ্রহে চেয়ে বসেছি কর যুগল।

আবরণ হীন যোগিনী  সন্ধ্যায়,
কি মুগ্ধতায় তুমি লিখে চলেছো সূর্যের স্তব।
এই অকারণ মুগ্ধতা একবার যাকে পেয়ে বসে,
শুধু সেই বোঝে কোমল গান্ধার।

এই যে জীবনের  সূক্ষ্ম  পসরায়,
কেমন গেঁথে নিয়েছো অলীক মুহূর্ত যত।
আমি  স্বতঃপ্রণোদিত পা রাখি তোমার আবর্তে।
এই সন্মোহন একবার যাকে পেয়ে বসে,
শুধু সেই বোঝে কোমল গান্ধার।

Comments