কবিতা - রূদ্রাণী মিশ্র



ভুল করি


ভুল করি।
ভুল হয় রোজ,
ভুলে যাই কিছু কথা।
কিছু নামীদামী বা অনামী লোকজন, 
আবার কিছু দরকারি আর অদরকারী…

ভুল করে ভুল নামেও ডেকে ফেলি, কাউকে কখনোবা।
ভুল করি রোজনামচায়।
সূর্যকে চাঁদ ভেবে হয় ভুল ।
রোদের তাপে তারপর ভাঙ্গে ভুল।

তবু পুরোনো স্মৃতি গুলো কেন ভুলিনি জানিনা, আজও।
পুরোনো ক্ষতের মত লেগে থাকে মস্তিষ্কে।
ভুলে  চলে যায় হাত ক্ষতস্থানে কখনো।
অস্ফুট গোঙানি বেরিয়ে আসে, অজান্তে।
আমি ভুল করি।

ভুল করতে চাইনা,  ভুলতে চাই হয়তোবা।
কালশিটে দাগের মত লেপ্টে থাকে…
ভুলতে চাই কিছু নাম জানা অচেনা মানুষদের।
ভুলতে চাই সম্পর্কের মোড়কে  লুকিয়ে থাকা অরিদেরও।
ভুলে যাওয়া,  মনে পড়ার খেলা খেলছি সর্বক্ষণ।
কখনো হারি, কখনো জিতি।
ভুলের স্বর্গ রাজ‍্যে  বানাই এক দেবতা।
ভুল করে মাটি খুঁড়ে হারিয়ে ফেলি তারে, রোজ।
মজার ভুলের রাজ‍্যে আমি এক, 
চেনা বা অচেনা পথিক।

Comments

  1. অপূর্ব

    ReplyDelete
  2. Susmit Ray ChaudhuriOctober 1, 2022 at 10:36 PM

    Khub bhalo laglo

    ReplyDelete
  3. বাহ্ বেশ ভালো লিখেছিস

    ReplyDelete

Post a Comment