কবিতা - সোমা নায়ক


শোধ-বোধ

 

চাইলে তুমি অচীন পুরেই থেকো
আমার জীবন যেমন চলছে চলুক,
অপেক্ষাটা যেন সুবাসিত শিউলি ফুল
ভোরেই ঝরবে জেনে ও নিত্য ফুটুক।
তুমি নাহয় ভুলেই যেও সব ধার দেনা
আমি তো আছিই চুকিয়ে দিতে ঋণ,
বোঝার ভারে মাথা যদি নুয়ে পড়ে
তবু শোধ দিয়ে যাব সমস্ত দায় প্রতিদিন।

তুমি নাহয় বেছেই নিয়েছো সবটুকু সুখ
দাবী নেই আমার কিছুই তোমার কাছে,
মনকে আমি প্রবোধ দিয়েছি  কবেই
অনুভবে বুঝি এই পিছুটান মিছে।

ব্যস্ত যাপনে ছুটতে ছুটতে জীবন
তুমিও নাহয় ভুলেই যেও আমায়
আমি বসে কেন পসরা সাজিয়ে স্মৃতির?
সবকিছু যে শুধু আমারই ভাগের দায়।

Comments