কবিতা - নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য

 


চলে যাচ্ছি


কেন এসেছিলাম, কেনই বা চলে যাচ্ছি জানি না- 
ট্রেন শুধু হুইসিল দিয়ে চলে যাচ্ছে সূর্যাস্তের দিকে-
এলোমেলো স্মৃতির কুয়াশা ছুটছে পেছনে-
বৃষ্টি হবে না তবুও তোমার চোখের কিনারে
কেননা মেঘ জমেই নি বুকের তিস্তার উপরে-  
এইখানে এই নির্জন মনভাঙা অন্ধ এপারে    
শুধু সেকেলে মাঝি এক একফালি হাল ভেঙ্গে 
প্রায় উদম শুয়ে আছে বিষণ্ণ কোনো মাঘী বিকেলে 
ধুতূরা, হাঁড়িয়া ও সূর্যের তাপে কবোষ্ণ বালুর খোলায়- 
কেননা আবহ ও আবহাওয়ায় সে জাদু  ছিলো না 
যা নদীর সবটুকু উচ্ছ্বাস ও হরিণের সমস্ত তৃষ্ণাকে 
জুড়ে দিতে পারে অলৌকিক গোলাপি সোনাটায়।

Comments