কবিতা - বর্ণজিৎ বর্মন

 


সাইকেল


শতাব্দী বহন করে 


অক্লান্তচিত্তে দোকানে দোকানে মাল ডেলিভারি দেয় 

ভোর হতে রাত্রে -


সে জিরোয়  না, জিরোনর সময় কোথা 


দাঁড়ালে ঘড়ি অচল হবে , সিগারেট জ্বলবে না ,


ভাওয়াইয়া, মেচেনি , ভাটিয়ালি গানের আসর জমবে না 

বসন্ত মাঠ বলে ওঠে সাইকেল 


যন্ত্র নয় যেনো জীবন 


ইতিহাস সাক্ষী 

সংবাদ দেয় ,ভাত দেয় , মাছ দেয়,বই দেয় , আলো-জল-বাতাস দেয় 

সাইকেল চলে , সভ্যতার অগ্রগতি  ঘটে

Comments