কবিতা - বিবেকানন্দ বসাক


শহর


তবু যানজট ছেড়ে বেরিয়ে পড়েনি এ শহর 
বিকেলের রোদে ঘামে মিশে যায় সানস্ক্রিম
যেটুকু চলা তাতে বাতাসে জাঁকিয়ে বসেছে ময়েশ্চারাইজার 
নিয়ন আলোর হাত ধরে সন্ধে কিছুটা হেঁটে যায়
অতীত ছুঁয়ে থাকা চাঁদ সাগরদিঘির পাড় ঘেঁষে 
রুগ্ন হয়ে ওঠে
সিগারেট কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ছাড়ে খোলা আকাশে
ইতিহাস পালটে যাওয়া প্রজন্মের খবর নোটবুকে লিখে রাখেন মহারাজ নৃপেন্দ্রনারায়ণ...

Comments