কবিতা - সোমা সাহা পোদ্দার


শ্বাসরূপ

 

টুকরো শ্বাস জুড়ে জুড়ে শ্বাসক্রিয়া 
ভোরের আগে হাল্কা ঘুম আড়িপাতে 
শান্তচিহ্ন ভিজিয়ে দেয় দৃশ্যের গাঁয় 
টুপচুপ চুপটুপ টানে 
পাখির খিদেঠোঁট ও ফসকে যাওয়া ডুমুর সুইমিংপুলে চুপ ভাঙছে 
এই জলময় শব্দ    
শব্দহীন ভাষায় ডুব দেয়।
জগিং ট্রেক ধরে আসা যাওয়া অস্পষ্ট ছায়া রং ভাসে 
ঘুমঘুম হাওয়ায় ধীরে ধীরে এগনো পা 
মোচার খোসা ছাড়ার মুহূর্তে দাঁড় করিয়ে রাখে 
সদ্যমেলা কাঁচা গন্ধ এভাবে কুড়নো হয়নি
চারপাশের স্তব্ধতা খুলে ঝরে পড়ার রুপধারা 
ক্লাবহাউসের কাঁচ জানলায় তখন শ্রাবণের গুন গুন ।

Comments