নবীন কলমের কথামালা : অণুগল্প - প্রলয় পন্ডিত


বড়বাবু বড়ই হিসেবী


এই তো আমি একজন রিক্সাচালক । আমি প্রতিনিয়তই সকাল বেলা করে দিনবাজার এর সামনে যে বাস স্ট্যান্ড আছে সেখানেই দাঁড়িয়ে থাকি। সকাল থেকে রাত পর্যন্ত অনেক লোকের আনাগোনা । রাস্তার দু পাশে হইচই চলেই থাকে।একদিন সকালে কি মনে করে আমি খুব সকালেই ঘুম থেকে উঠে পড়ি । বাড়ির থেকে বেরিয়ে পড়ি রিক্সা নিয়ে । বাস স্ট্যান্ডে এ পৌছাবার আগে ই একজন বাস থেকে ধেই ধেই করে নেমে আসল। আমার দিকে এসে বলল আমায় একটু শ্যামাপ্রসাদ কলোনিতে নামিয়ে দিন। তিনি উঠে বসলেন রিক্সা তে। যেতে যেতে বড় বাবুর ফোনটা বেজে উঠল । ফোনে কথা বলছে আমি শুনছি কান পেতে। কাকে জানি পাঁচ টাকা বেশি দেওয়ার জন্য গরম গরম তেলে বেগুনে জলছে বড়ো বাবু। আমি ভাবছি আমি শ্যামাপ্রসাদ কলোনিতে যেতে বারো টাকা নিই । মনে কিন্তু জমে গেল । উনি নামলেন তার ঠিকানায়। জিজ্ঞাসা করলেন কত হয়েছে , অমনটা ভেবে উওরে পেঁচিয়ে বললাম বাবু ষোলো টাকা দিন। হঠাৎ দেখি আমাকে দশ টাকা দিল। আমি আমার দুই চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে চলে এলাম । দ্বিতীয় দিন বড়বাবু আবার চড়ে বসলো আবারও নামিয়ে দিলাম। আবার আমায় আট টাকা দিয়ে বললেন বাহ্ খুব সুন্দর তোমার সার্ভিস । মুখ টা আমার তেরো নদীর পাড়ে থুবড়ে পড়েছে । আমাকে বললেন আমার দিনের এসব খরচা সবমিলিয়ে পঞ্চাশ টাকার বেশি খরচ করি না। কারন অফিসের অল্প কালেকশনের টাকায় আমার দিন পারি হয়ে যায় । মাসিক টাকা জমিয়ে রাখি। এসব শুনে ভাবছি গরিব হওয়া টা পাপ নয়। এসব মানুষের কাছে ঘেঁষাঘেঁষিটা বড্ড একটি বড়ো শিক্ষা । পরদিন যখন আবারও ডাকলেন চড়ে বসলেন রিক্সায় , নামিয়ে দিই তার ঠিকানাতে , বড়বাবু টাকা দিতে গেলে আমি বলি যে এই টাকা আমি আপনাকে দিলাম,আপনি আমার মতো আর কাউকে যেন গরীবের সুযোগ নিয়ে না ঠকান । ঠকালে আমাদের পাপ টা বেশি হয় । বড়বাবু শেষ দিন ডেকে পাঠালো সেদিন আর চড়লেন না , শেষদিন বলে গেলেন আমি প্রতিনিয়ত আপনার জন্য কিছু টাকা জমিয়ে একটি টোটো গাড়ি কিনে দিয়ে গেলাম। আমি হিসাবি হতে পারি তবে স্বার্থপর নই।

Comments