কবিতা - প্রবীর মজুমদার August 29, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps একেকটা দিনএকেকটা দিন পুরানো সাদা-কালো সিনেমার মতো। কত কত ঘটনাই যে মনে পড়েমনের গোপন ভাঁজে-ভাঁজে লুকানো অর্কিডেরানড়েচড়ে ওঠে দেখি,কিভাবে ঠিক জুড়ে যায় হারানো সম্পর্কগুলিএকেকটা দিন এভাবেই এতো সুন্দর হয়ে ওঠে। Comments
Comments
Post a Comment