কবিতা - নীলাদ্রি দেব


বর্গমূল


বাবা হব, বড় হয়ে বাবা হব
বলে ওঠে ছোট্ট ছেলেটা


শূন্য গোলকে স্বর গাঢ় হয়ে ওঠে


বাবারা সরলরেখা ধরে
বর্গক্ষেত্রের দিকে এগিয়ে যায়

Comments