দুটি কবিতা - সুপ্রভাত মেট্যা


ধর্ম


ধরুন ,আপনি ধারন ক্ষমতার বাইরে গিয়ে
ক্রমশ শূন্য হয়ে পড়লেন ।
অস্তিত্বহীন নীল আপনার স্বপ্ন ,
ধর্মহীন আপনি ।
অদৃশ্যসম্ভাবন আপনার মুখের কিছু কথা
ফুরিয়ে যাওয়ার আগে বর্তমান চাইছে ।ভবিষ্যতের ঐশ্বর্য ভেবে আশ্চর্য একটা অঙ্কুর চাইছে গৃহের ।
সংসারের শরীরধর্মে আপনার কোনও অবস্থানগত অন্ধকারের পরিচর্যা নেই ।
আপনি কেবলই আলোর দিশেহারা
অপরিহার্য অর্থবাহুল্যের দিকে
অহঙ্কার বাড়িয়ে দিচ্ছেন মুহূর্মুহূ...




অদ্ভুত


লক্ষ্মণ গণ্ডি পেরিয়ে ,
যে মেয়েটি স্বামীর বাইরে গিয়ে ,
দূর পাল্লার রাস্তা ধরে চলে গেল শহর ,
তাকে আর ফেরানো হল না!
গ্রামের মোড়ল সমেত সভায় তার চলে যাওয়া খবরের উপরে বলি চড়াল সমাজ।

অথচ
যখন নুন আনতে পান্তা ছিল না,
মেয়েটির কোনও রং ছিল না,
পেটের ভিতরে আগুন নেভানোর কোনও লোক ছিল না ,
মদের বোতল হাতে দূরের নারী প্রদেশে শুধু চোখ ছিল যখন তার স্বামীর ,
তখন কোথায় ছিলেন কেউ ?

মেয়েটি লক্ষ্মণ গণ্ডি পেরিয়ে শূণ্য শরীর উড়ে গেল কোথাও ....

Comments

  1. প্রেমের কবিতা গুলি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete

Post a Comment