নবীন কলমের কথামালা : অণুগল্প - ঋষিরাজ মোহন্ত

পুতুল


সুব্রত অফিসে যাওয়ার পর। এই ফাঁকা বাড়িতে মিতার একমাত্র সঙ্গী পুতুল। সকাল থেকে পুতুলের যত্ন আত্তি চলে। কখন খাবে, কতটুকু পরিমাণ। সবই যেন মিতার নজরে। পুতুলের যত্ন এতটা বিভোর যে সে যেন নিজের কথা ভুলেই গেছে প্রায়। ভুলে গেছে সাংসারিক কর্তব্য। তাই মাঝে মাঝে হোটেলে খেয়ে আসতে হয় সুব্রত কে। তার চোখের মনি পুতুলের আজ জন্মদিন। তাদের বিয়ের পর এই প্রথম বার। সকল আত্মীয়, পরিজন নিমন্ত্রিত। তবে সুব্রতর বেশ আপত্তি।কাজের ব্যস্ততার ফাঁকে যতটা সম্ভব মিতাকে সময় দেয়। তবে মিতার মন  পড়ে থাকেশুধু ছোট্ট পুতুলের প্রতি। সুব্রত কখন আসে কখন যায় কিছুই জানে না।এই প্রথমবার কিছু আবদার করেছে মিতা। সুব্রত সেটা ফেলে কিভাবে?? সব ঘরে বেলুন দিয়ে সাজানো।সকল আত্মীয় স্বজন, অফিস কলিগ। প্রায় সকলকের আসা শেষ । বিছানায় রাখা দামি কেক। মিতা সুব্রত ও পুতুল। এই তিনজন মিলে কাটবে কেক। তবে দুটি রক্ত মাংসের মাঝে তুলার হাতটি যেন সবার নজর কেড়ে গেল সেদিন।

Comments