কবিতা - মোস্তাক আহম্মেদ


মৃগনাভ কস্তুরি


আমি বন্দি যে তোর নন্দিত করকমলে
তোর সুশোভিত লেখার প্রেমে
আরও বন্দি যে, তোর স্বরলিপিতে 
যে মোরে তোর লিপির স্বর্ণহরপে
দরদে রাখে  ঘিরে;মোরে ভালবাসতে  ।।
তোর সে ছায়ালিপি হৃদ-সরোবরে যে
ভেলাতে আসে তারা,ভেসে ভেসে
থাকে দু’নয়ন তাকিয়ে  যে সে পানে 
দেখে আঁখি হয়,যে মোর ছানাবড়া !
প্রেমময় মন যে সিক্তয় উঠে যে ভরে  ।।
মেঘের  স্বচ্ছ বারির অমৃতময় ফোঁটা
ঝরে পড়ে,নিত্য তোর কেশ হতে 
ঝরে পড়ে চলে যায়,প্রকৃতির কোলে
যে ফোঁটায় বিটপীতে ফুঁটে বনমল্লিকা
আরও ফুঁটে সেথা যে বনফুল কত !
আমি ছুটে যাই প্রকৃতির সবুজ অরণ্য মাঝে
সে সুধার আসক্তয় চলে যাই তা শুঁকতে
সে মিষ্টময় ফোঁটার ঘ্রাণ,প্রাণ নেয় শুঁকে
মিষ্ট তার সুবাস, বেশ মিষ্ট তার যে ঝাঁঝ !
ঠিক যেন মৃগনাভ কস্তুরির সুবাসিত সে ঘ্রাণ ।।

Comments