কবিতা - শৈবাল নূর



মধুপুর

.

শুনেছি— অতীতে এখানে ছিলো বেশ্যাদের ঘর 
রিপুতাড়িত মৌমাছিরা মধু নিতে আসতো
এই ঘোর কামিনীফুলের ডেরায়


সেই থেকে পুষ্পখচিত নামটি ছড়িয়েছে 
পরাগে পরাগে, মধুকরের ওড়ার কৌশলে 


এখনো এখানে কোন ইবাদতখানা নেই


শুধু আছে —
তার অতল চোখের মতো এক নীলজানী


নারীরা স্নান করে জলে
পুরুষেরা হাঁসফাঁস করে কূলে...

Comments