ছড়া - মাসুম মোরশেদ



বর্ষাচ্ছড়া


আকাশ সাদা নাই কোন মেঘ
আকাশ ছিল ভাল,
হুড়মুড় করে বৃষ্টি নামে
হারিয়ে যায় আলো।
আষাঢ় মাসের এই আকাশে
ভরসা নাই কোন,
মেঘ গুড়গুড় রোদও ভাসে
আকাশ দোনোমোনো।
এমন দিনে একটা ছাতা
ছোট কিংবা বড়,
ব্যাগে কিংবা বগলে তা
থাকুক জড়সড়।
ভরা মেঘ বা চড়া রোদে
ঐ ছাতা হোক সম্বল,
শীতের সহায় যেমনটা হয়
মোটাসোটা কম্বল।
আষাঢ় শ্রাবন এমন কাটে
এটাই তাহার রীতি,
এমন বর্ষা চেনা সবার
চরম পরম স্মৃতি।

Comments