কবিতা - রাজ্জাক দুলাল


রাতের পাগল


রাত এসে ধরা দেয় চোখে
তারাদের খেলা দেখি
ডাকে ঝিঁঝিঁ পোকা
তারা গুনি, গান শুনি রাত ভারি হয়
দরজাটা খোলা থাকে জানালার কোণে
ও বাড়ির আলো এসে মুখ দেখে যায় ।


মাসিদের বাড়ি থেকে আম এসেছিল
দুটি আম আমাদের ঘরে ঢুকে পড়ে
কি করে ধারালো চাকু হাতে তুলে নেই
জিহ্বার লালা চাটে দুষ্ট বানর
ও বাড়ির আমগুলো মাসিদের আম ।


উদ্ভট রাত্রি খুলেছে কাপড়
কতো বার চোখ ঢাকি অবুঝ হাতে
একটা সোনালী টিপ জ্বল জ্বল করে
ও বাড়ির মন্দিরা রাতের পাগল।

Comments