দুটি কবিতা - দেবাশিস দাশ


এক

সনির্বন্ধ পথ


বৃদ্ধ ন্যগ্রোধের পায়ে পড়ে আছে সনির্বন্ধ পথ।
মুহূর্তের দামে বাঁধা পথিকের ঝুলি আজ বিদায়ী, মহৎ!
আমি এ-ছবির কাছে নতজানু কত-কত বার,
তোমারই চৈতন্যে বাজে জন্ম-জন্ম সংহিতা আমার।



দুই

আকাশে প্রচ্ছন্ন সূর্য


বৃদ্ধ খোঁড়া ভিখিরির বেশে 
সামনে এসে হাত পেতেছেন তথাগত। 
আমি কি না-দিয়ে থাকব?— 
আমার হৃদয়...
দিয়ে,
যেতে পারব কোনওদিন  
সিঁড়ি ভেঙে ভেঙে 
বোধিলোকে?


বড় অপরাধী লাগে এইভাবে রাস্তায় দাঁড়ালে।
আকাশে প্রচ্ছন্ন সূর্য মেঘের আড়ালে
আমার আঁধার তাক করে।

Comments

  1. খুউব ভালো লাগলো। বৌদ্ধিক দিকটা এত স্নিগ্ধ। আহা!

    ReplyDelete
  2. দারুন লাগলো

    ReplyDelete

Post a Comment