নবীন কলমের কথামালা : কবিতা - দেবজিৎ রায়


পিচুটি


বর্নাঢ্য শোভাযাত্রায় ভাব বিনিময় করে-

মুখোশের আড়ালে হাসছে বোহেমিয়ান...

উঠোনের প্রান্তে নতুন আলো দেখে-

আবার ফিরে যাই জীবনের মূল স্রোতে।


স্বপ্ন যেন মুহূর্তে চোখের ঘুম কেড়ে নেয়;
মাথার ওপর ফ্যানে নিজের প্রতিচ্ছবি দেখি।
আবছা হয়ে আসা নীল গাঢ় অন্ধকার-
বেদনার মত ক্ষতবিক্ষত করে আমার শরীর;


সূর্য ঘুরলে শান্তি প্রাপ্তি হয় অঙ্গ-প্রত্যঙ্গে,
পাখির চোখে লেগে থাকা পিচুটি আলগা হয়।

Comments

Post a Comment