কবিতা - মণিদীপা নন্দী বিশ্বাস


বৃষ্টি কথা


একটু সময় নীরবতার বৃষ্টি তোলা থাক
নীরব তোমার গানের বাড়ি শুধুই আগুন খাক
একটা ছুটি নেমে আসুক মন মুদারায় ঘা
একটি কথার শব্দরা থাক গোপন আদুল গা
ঝরতে থাকে তবু তারা নির্ভাবনায় মেশে
শব্দ নামে এপাশ ওপাশ শরীর থাকে শেষে

Comments