কবিতা - দেবব্রত দাস


পাহাড়ের কান্না


আজ এই রাতে
তোমার মুখটা দেখলাম
ঝড়ো হাওয়ায় ডালপালাহীন বৃক্ষের মতো
তুমুল একা
আরও দেখলাম টবে ফুল ফোটার প্রস্তুতি নিয়ে
যে গাছটা বড় হচ্ছে নিভৃতে 
তারই আগাম কয়েকটা কুঁড়ি
তোমার চোখের ভেতর গোপনে থাকা
ক্যামেলিয়ায় ফুটে উঠছে। 


আমি দু'হাতে তোমার চিবুক ধরে
জোছনার নীরবতা নিয়ে
ঢুকে গেলাম কুঁড়ি থেকে ফুলের বেরিয়ে আসা
দেখবো বলে।


অথচ আকাশ ধুসর করে হাজারো পাখির 
উড়ে যাওয়া দেখতে দেখতে 
ভুলে গেছি আমাদের চূড়ান্ত
পাহাড়ের কান্না...

Comments

  1. অসাধারণ লাগলো।শুভকামনা

    ReplyDelete
  2. 💗💗💗💗

    ReplyDelete

Post a Comment