কবিতা - তৌফিক জহুর


উপহার


আকাশ ভরে রোদ ওঠার পর
সড়কে মানুষের আনাগোনা বেড়ে যায়
অন্তহীন পথে হাঁটতে থাকে দ্রৌপদীর শাড়ি
কালের দুয়ার খুলে পৃথিবীতে আনে প্রণয়
ইচ্ছার শৃঙ্খল থেকে মুক্তি পায় প্রেম
মৃত্তিকায় যৌবনের বীজ বপন করে
স্বগৃহে চাঁদের আলো মুঠি করে 
রাইয়ান দরোজা খোলে পূর্ণ্যের তেজারতিতে
ইন্দ্রিয় আগুনে তৃষ্ণার্ত কন্ঠ মধুর নহরে সিক্ত হয়
খসে পড়া তারা কুড়িয়ে নকশার কারুকাজে
প্রাণ চায় প্রাণের নিভৃত পল্লীর উষ্ণ আলিঙ্গন 
হে প্রভু, এ উপহার 
অপরিসীম বাসনার মৃত্যুহীন প্রেম
একটা সকাল জানে বাসরহীন রাত্রির দুপুর চুম্বন।

Comments