কবিতা - রবি শীল


পর্দা


বিপন্নতার চোখে চোখ রাখলে প্লাবন নামের আরশিতে
ভাসে অন্তজালের জলছবি ।


ভূগোলের নদীরা বড়ই অসহায় , দুঃখগাথার গতরে গতর এলিয়ে ছুটে চলে কোনঠাসা গন্তব্যে ।

ভার্জিন জোনাকির ঠোঁটে ঠোঁট রাখলে অস্তিত্ব রক্ষায় ,

কর্নারের গাল ছুঁয়ে মধ‍্যরাতের বিরাম্বনায় মাতে জৌলুসহীন দরজা জানালার পর্দারা ।

Comments

Post a Comment