কবিতা - অঞ্জনা মুখার্জি (ভট্টাচার্য্য)


রাতের সাগর-দীঘি


তোমার জলের কাছে এসে 
নতজানু হয় রাত
শহর ঘুমিয়ে গেলে জলছবি 
ভেসে ওঠে ক্লান্ত প্রহরের।
তোমার হরিণ-চোখ 
গভীরতা মাপে
প্রেম ও বিষাদ।
অবিনস্ত চুলে দাগ কেটে যাওয়া
প্রেমিকের গোপন শপথ।
রাত পেঁচা ডেকে ওঠে
প্রাসাদের গম্বুজ শিখরে
শুধু জেগে থাকো তুমি ।
লুব্ধক দৃষ্টি নিয়ে
জেগে ওঠে ভাটিয়ালি
আব্বাস উদ্দিন , ফুলতি গিদাল
বাউলিয়া বাতাস  মধ্যরাতে 
উজান মাঝির গান গায় ।

Comments